November 29, 2023, 11:21 am
আবু নাসের মোহাম্মদ অলিউর রহমান: শায়েস্তাগঞ্জ সহ দেশের ২৫ টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষনা করেছে আওয়ামীলীগ। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় এসব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা।
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক।
শনিবার বিকালে গনভবনে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মেয়র প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দলীয় মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র মোঃ ছালেক মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদুজ্জামান মাসুক, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক,উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার ও আবুল কাশেম শিবলু।