আবু নাছের মোহাম্মদ অলিউর রহমান:: শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে চোরাই চা-পাতা সহ ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার সকাল ৭ টায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মুখ এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ কেজি চোরাই চা-পাতা, চা-পাতা বহনকারী ২ টি সিএনজিসহ দুইজন কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৩০ কেজি চোরাই চা-পাতা জব্দ করা হয়।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোতাব্বির হোসেন (২৯) ও মাধবপুর উপজেলার করড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে রফিক মিয়া (৪৫)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দেউন্দি থেকে সিএনজি যোগে চোরাই চা-পাতা পাচার করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৩০ কেজি চা-পাতাসহ ২জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত চা-পাতার বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার টাকা। চা-পাতা চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।