March 27, 2023, 5:58 pm
মুহিন শিপন : শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে ২ ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার শাহজিবাজার এলাকা থেকে মাতাল অবস্থায় আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লিয়াকত মিয়ার ছেলে লিটন মিয়া (২২) এবং একই উপজেলার অবি মিয়ার ছেলে মিজানুর রহমান।
পরে আটককৃতদেরকে শায়েস্তাগঞ্জের নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করলে তাদের প্রত্যেককেই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।