1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে ১ ভূয়া ডাক্তারকে ৬ মাসের কারাদন্ড 

  • Update Time : রবিবার, নভেম্বর ১৫, ২০২০
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা ও ল্যাব না থাকার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকা সত্তেও ডাক্তার পদবি ব্যবহার করে অবৈধ গর্ভপাত কার্যক্রম পরিচালনা করায় জয়ন্তী রাণী নামে এক ভূয়া ডাক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়ক  এবং পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন- ডায়াগনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন না থাকা এবং ল্যাব না থাকা এবং বিএমডিসির সার্টিফিকেট না থাকার মতো অপরাধে এ দন্ড দেওয়া হয়েছে। এ সমস্ত ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category