শায়েস্তাগঞ্জে ১ নারী মাদক ব্যবসায়ীসহ দুই জনের কারাদন্ড
Update Time :
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২০
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ উপজেলায় এক নারী মাদক ব্যবসায়ী এবং এক মাদক সেবনসেবীকে ১৫ দিনের কারাদন্ড ও দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ শহরের দাউদনগর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে আটককৃত দেরকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এই দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- দাউদনগর বাজারের মৃত সোনাই রবিদাশের স্ত্রী স্বরস্বতি রবিদাস (৪০) ও উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের তরমুজ আলীর ছেলে হেলাল মিয়া (৩৫)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন- তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৩৬০ পুরিয়া গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।