January 17, 2021, 6:59 pm
আবু নাছের: শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহেল মিয়া (৩২) কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবি বার দুপুর ১২.৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এএসআই বিধান এবং কনস্টেবল আরাফাত ও কামালের নেতৃত্বে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল মিয়া উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে। তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।