1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ও আহত ২০ জন

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামক স্থানে বাস ও ট্রাক ( টেং লরি) এর মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে ঘটনার স্হলেই দুই জন নিহত হয়েছে।

আজ সোমবার দুপুর ১.৩০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষ দসিরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা মৌলভীবাজার গামি আব্দুল্লাহ পরিবহন ও সিলেট থেকে ছেড়ে আসা ট্রাক (টেং লরি) টি উল্লেখীত স্হানে পৌঁছলে মুখোমুখি সংঘর্শ ঘটে এতে ঘটনার স্হলেই দুই জনের মৃত্যু হয় এবং ২০ জন আহত হয়

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ও ঢাকা পংগু হাসপাতালে পেরন করেন প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category