শায়েস্তাগঞ্জে মেয়র পদে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি বিজয়ী
Update Time :
Monday, December 28, 2020
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী এম.এফ. আহমেদ অলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-ধানের শীর্ষ প্রতীক ৪ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৪১ ভোট পেয়েছেন। তাছাড়া ইমদাদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে ৫ শত ২২ ভোট পেয়েছেন, মো: আবুল কাশেম স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে ১ হাজার ৪ শত ৩০ ভোট পেয়েছেন, মো: সালেক মিয়া স্বতন্ত্র প্রার্থী নারিকেল প্রতীকে ২ হাজার ৫ শত ৯৯ ভোট পেয়েছেন এবং মো: ফজল উদ্দীন তালুকদার স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকে ১ হাজার ৫ শত ১০ ভোট পেয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার উপস্থিতি বেশি থাকার কারণে অনেক কেন্দ্রে ভোট হয়েছে সাড়ে ৬টা পর্যন্ত।
পৌরসভায় মেয়র প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন। নয়টি ওয়ার্ডের ৪৬টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ৯ হাজার ১২৬ জন।