মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পূর্বলেঞ্জাপাড়ায় শ্রী শ্রী গীতামন্দিরে সংঘটিত চুরির ১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি খোয়া যাওয়া মালামাল।
গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নির্মাণাধীন শ্রী শ্রী গীতা মন্দিরের প্রধান ফটক সহ প্রায় ৬৮ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
এরই পরিপ্রেক্ষিতে মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সেন্টু রায় গত ২৮ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সেন্টু রায় জানান,গত মাসের ২৭ তারিখে অজ্ঞাত চোরেরা মন্দিরের দরজা,ভেতরে থাকা চেয়ারসহ প্রায় ৬৮ হাজার টাকার মালামাল নিয়ে।এ বিষয়ে আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।ঘটনার ১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত থানা পুলিশ মালামাল উদ্ধার করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম সংশয় ও হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান,আমরা ইতিমধ্যে সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করে ২ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে আশানুরূপ কোন তথ্য যায়নি। আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে মামলাটি তদন্ত করছি।