April 15, 2021, 4:54 am
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, শায়েস্তাগঞ্জ ব্যাকস’র সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,প্রেসক্লাব সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।
সভায় প্রধান অথিতি বলেন “সবাইকে ভোক্তা অধিকার আইন মেনে চলতে হবে। এ আইন সম্পর্কে জনগনকে অবহিত করতে মাইকিং ও লিফলেট বিতরন করা দরকার।
এ সম্পর্কে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, শুধু পচাঁ ও ভেজাল খাবারের জন্য নয় বরং যেকোন পণ্য কিনতে গিয়ে ঠকলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন।
তিনি আরও বলেন, শায়েস্তাগঞ্জের জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরন করা হবে।