1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে পৌর নির্বাচনের প্রস্তুতি সভায়  কাউন্সিলর পদে আব্বাস উদ্দীন তালুকদারকে এলাকাবাসীর সমর্থন

  • Update Time : শনিবার, নভেম্বর ১৪, ২০২০
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত আব্বাস উদ্দীন তালুকদারের আজকের নির্বাচনী পরামর্শ সভা মোঃ রাহেল মিয়া সরদারের সভাপতিত্বে ও মুরাদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি রফিক মিয়া , হাফেজ তাজুল ইসলাম, আব্বাস মিয়া, হাজী তাহির মিয়া , হাজী আব্দুল হামিদ, শাহজাহান মুরুব্বী, ফজল উদ্দিন, সিদ্দিক মিয়া, পশু চিকিৎসক ছুরাব আলী সহ অন্যান্য গুণীজনেরা।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন এলাকার তরুন যুবকেরা। সভায় সর্বসম্মতিক্রমে আব্বাস তালুকদারকে নির্বাচিত করার জন্য সমর্থন দেয়া হয়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category