January 28, 2023, 11:05 am
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সদর হাসপাতালের ডাক্তার সহ ২ জন মারা গেছেন।
শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে পিকআপ- টমটমের ত্রিমুখী সংঘর্ষে হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার সহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার সকাল ১১ টার দিকে হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে দীপংকর পোদ্দার (২৯) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন। নিহত দীপংকর হবিগঞ্জ সদর হাসপাতালে সহকারী সার্জন পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে যাত্রী বোঝাই একটি সিএনজি শায়েস্তাগঞ্জে আসার পথে পণ্য বোঝাই ১টি টমটমকে ওভারটেক করতে চাইলে বিপরীতদিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।