1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা করে সেচ্ছাসেবক লীগ নেতার রমরমা বালুর ব্যবসা

  • Update Time : মঙ্গলবার, জুন ৭, ২০২২

নিজস্ব প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা করে সেচ্ছাসেবক লীগ নেতার রমরমা বালুর ব্যবসা। ঢাকা সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ স মিল এলাকায় সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে চলছে রমরমা বালুর ব্যবসা। জানা যায় শায়েস্তাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহেদ মিয়া গং হাইওয়ের জায়গা দখল করে বালুর ব্যবসা করে আসছে এলাকাবাসীর দাবি।ঢাকা সিলেট মহাসড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে চলছে বালি গাড়িতে ওঠানামার কাজ। এতে বাধাগ্রস্ত হচ্ছে ওই সড়কের যান চলাচল।ফলে প্রায় সময়ই এক্সিডেন্ট হচ্ছে। ফলে অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন সড়কটি দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরা।তাছাড়া পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই এসব অবৈধ ভাবে বেড়ে উঠা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্তা নেয়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category