1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ মামলা ৪ গাড়ি আটক

  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২০
মুহিন শিপন: শায়েস্তাগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে ৩ টি সিএনজি অটোরিকশা এবং ১টি ট্রাক গাড়ি আটক করা হয়েছে।এসময় গাড়িতে হাইড্রোলিক হর্ণ থাকা,চালকের লাইসেন্স না থাকার মতো অপরাধে ১০টি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ট্রাফিক বিভাগ শায়েস্তাগঞ্জ জোনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানার সামনে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী মামলা রুজু কার্যক্রম পরিচালনা করে গাড়ি গুলো আটক করা হয়।
অভিযানের সময় এটিএস আমিনুল ইসলামকে ট্রাকের ভিতরে উঠে ট্রাক ডাইভারের সাথে আতাত করার চেষ্টা করতে দেখা যায়।একপর্যায়ে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ঢাকা মেট্রো ট ১৩-৬৭৪৫ গাড়িটিকে মামলা দিয়ে আটক করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান এবং এটিএস আমিনুল ইসলাম উপস্থিতি ছিলেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category