January 17, 2021, 7:40 pm
মুহিন শিপন : শায়েস্তাগঞ্জে গরু চুরি মামলার ২ আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বরমপুর বাজার এবং ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার মহিমাউড়া গ্রামের মৃত আঃ জলিলের ছেলে সিরাজ মিয়া (৬৫) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার তালুকহড়াই গ্রামের মৃত আতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩)।
শায়েস্তাগঞ্জ থানার এস আই সঞ্জিত চন্দ্র নাথ জানান, আটককৃত সিরাজ মিয়া গরু চুরি মামলার এজহারভুক্ত আসামী এবং পূর্বের আটককৃতদের দেওয়া তথ্যমতে সন্দেহভাজন হিসেবে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে গরু চুরির সিন্ডিকেটের হয়ে কাজ করছিলো। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গরু চোর সিন্ডিকেটের মুলহোতাসহ বাকি সদস্যদেরকে খুজে বের করা হবে।