1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জে ইন্ডিয়ান নাগরিকের লাশ উদ্ধার।

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

মো: রফিক মিয়া:: শায়েস্তাগঞ্জে ইন্ডিয়ান নাগরিকের লাশ উদ্ধার। শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের খোয়াই নদীর রেলওয়ের ব্রিজের নিছে একটি লাশ ভাসতে দেখে সাধারণ মানুষ।

শায়েস্তাগঞ্জ থানায় ফোন দিলে ওসি তদন্ত মুর্শেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে আসেন এবং হবিগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ঘটনা স্থল পরিদর্শন করেন। পরে ওসি তদন্ত মুর্শেদ আলমের নেতৃত্বে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল করেন।

লাশের শরীরে প্রাথমিক ভাবে দুটি স্টেপ দেখাযায়। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করে খোয়াই নদীতে ভাসিয়ে দেয়। যা শায়েস্তাগঞ্জের পুরান বাজারের কাছে রেলের ব্রিজের কাছে আটকা পড়ে।

সাথে থাকা মানিব্যাগ থেকে পরিচয় পাওয়া যায় তার নাম দিয রাজ ঘোষ বলে জানা যায়। সে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের নাগরিক। তদন্ত কর্মকর্তা আরও জানান লাশের সাথে থাকা মানিব্যাগে কাগজ পত্র ও কিছু ইন্ডিয়ান রুপি গাড়ির চাবি পাওয়া যায়।

তদন্ত কর্মকর্তা বলেন উর্ধতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে বিজিবির মাধ্যমে লাশ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category