June 8, 2023, 12:46 pm
হবিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে সম্প্রদায়ীক সম্প্রীতি যেনাে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন র্যাব ফোর্সেস মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রাইম প্রিভেশন কোম্পানি-১, র্যাব-৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা এলাকার সমপ্রীতি নষ্ট করেছে, তারা যতই শক্তিশালী হােক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রধান বলেন, হবিগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে র্যাবের একটি কোম্পানী করার প্রয়ােজনীয়তা দেখা দেয়। তাই আজকে জেলার শায়েস্তাগঞ্জে র্যাবের নতুন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। র্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের | মামলা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
র্যাব-৯ মিডিয়া উইং সদস্য ওবাইনের সঞ্চালনায় সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিঃপুলিশ সুপার) কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- র্যাব-৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হােসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মােহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগির চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি মেয়র আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নিবার্হী অফিসার মােঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।