1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

লাখাইয়ে ২ সাংবাদিকের পদত্যাগের ইস্যুতে সৃষ্ট জটিলতা শালিসে নিষ্পত্তি

  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

শামীম চৌধুরী: (লাখাই প্রতিনিধি) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা প্রেসক্লাবের দুই সাংবাদিকের ক্লাব থেকে পদত্যাগের ইস্যুেতে লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম কর্তৃক পদত্যাগী সাংবাদিক সানী চন্দ্র বিশ্বাসকে হুমকী ও গালাগাল এর বিষয়ে সৃষ্ট জটিলতা শালিসের নিষ্পত্তি হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় লাখাই প্রেসক্লাবের বুল্লাবজারস্থ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্টিত হয়।

লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্টিত শালিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, লাখাই রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ বিজয়, লাখাই প্রেসক্লাবের সহ সভাপতি মাওঃ জালাল আহমেদ, সহসভাপতি আব্দুল ওয়াহেদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক সম্পদ রায়, বিবদমান পক্ষদ্বয় ও উভয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।শালিসে বিরোধের নিষ্পত্তি ঘটে। শালিস বৈঠকে সভার সভাপতির রায় উভয় পক্ষ স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নেয়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category