1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জ উপজেলার ইতিহাস ঐতিহ্য

  • Update Time : বুধবার, আগস্ট ১২, ২০২০
শায়েস্তাগঞ্জ উপজেলার ইতিহাস ঐতিহ্য

শায়েস্তাগঞ্জ  উপজেলার আয়তন: ৩৯.৫৫ বর্গকিলোমিটার।

শায়েস্তাগঞ্জ উপওজলা ওয়েব সাইটে ঘুরে আসতে ক্লিক করুন এখানে:

ইতিহাস: ২০ নভেম্বর ২০১৭ সালে ৪৯২ তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জকে অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত ও বাস্তবায়ন হয়।

গেজেট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গেজেট ( বাংলা সন:০৮ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ, ২১ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার প্রজ্ঞাপন প্রকাশিত হয় ও ২৫ জানুয়ারি ২০১৮ তারিখে গেজেট প্রকাশিত হয়। )
৪৬.০৪৬.০১৮.০০.০০.০৭০.২০১৪-৭৮ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন
এর গত ২০ নভেম্বর ২০১৭/৬ অগ্রহায়ণ ১৪২৪ তারিখে অনুষ্ঠিত ১১৪ তম বৈঠকের
সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার ১টি পৌরসভা (শায়েস্তাগঞ্জ পৌরসভা) ও ৩টি ইউনিয়ন, যথা : (১) ৭নং নুরপুর (২) ৮নং শায়েস্তাগঞ্জ (৩) ১১নং ব্রা²ণডোরা নিয়ে “শায়েস্তাগঞ্জ” উপজেলা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় । এর পরিপ্রেক্ষিতে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪নং আইন) এর ৩(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার ১টি পৌরসভা (শায়েস্তাগঞ্জ পৌরসভা) ও ৩টি ইউনিয়ন, যথা : (১) ৭নং নুরপুর (২) ৮নং শায়েস্তাগঞ্জ ইউপি, ও ১১নং ব্রাহ্মণ ডোরা ইউনিয়ন এর এতদ্সঙ্গে সংযুক্ত তফসিলে বর্ণিত মৌজাসমূহের সমন্বয়ে “শায়েস্তাগঞ্জ” উপজেলা ঘোষণা করিল। নবসৃষ্ট “শায়েস্তাগঞ্জ” উপজেলার সদর দপ্তর “১৫২নং বড়চড়” মৌজার মধ্যবর্তী স্থানে স্থাপিত হইবে।

প্রশাসনিক এলাকা: শায়েস্তাগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শায়েস্তাগঞ্জ থানার আওতাধীন।

পৌরসভা: শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ পৌরসভার মোট আয়তন ১০.৪০ বর্গকিলোমিটার।

শায়েস্তাগঞ্জ পৌরসভার ওয়ার্ড সংখ্যা: – ০৯টি

১নংওয়ার্ড: শ্যামপুর,পশ্চিমবড়চর, নূরপুর (আংশিক) , তাপাসী, কুতুবেরচক।

২নংওয়ার্ড: স্টেশনরোড, হাসপাতাল সড়ক, মহলুলসুনাম, দক্ষিণ বড়চর, দাউদ নগর বাজার দক্ষিণ।

৩নংওয়ার্ড: রেলওয়ে কলোনী, বিনন্দপুর, দাউদ নগর বাজার পশ্চিম, চরনূর আহম্মদ(নিজগাঁও)।

৪নংওয়ার্ড: চরনূর আহম্মদ পূর্বঅংশ, চরনূর আহম্মদ পশ্চিম অংশ(দাউদ নগর বাজার এরিয়া)

৫নংওয়ার্ড: আলা পুর আংশিক, চরনূর আহম্মদ পূর্ব অংশ, পূর্ব বাগুনী পাড়া, সুদিয়াখলা।

৬নংওয়ার্ড: লেঞ্জা পাড়া পূর্ব (পশ্চিম)।

৭নংওয়ার্ড:উবাহাটা, কুটিরগাঁও, পুরান বাজার।

৮নংওয়ার্ড: সাবাসপুর, লেঞ্জা পাড়া দক্ষিণ, দাউদপুর।

৯নং ওয়ার্ড: খলা পাড়া, জগন্নাথপুর,বিরামচর।


ইউনিয়নসমূহ: ৭নং নুরপুর, ৮নং শায়েস্তাগঞ্জ, ১১নং ব্রাহ্মণডুরা।

মৌজা সমুহ:

শায়েস্তাগঞ্জ পৌরসভা মৌজা সমুহ:

০১ বড়চর, ১৫২ জেএল
০২ চরনুর আহাম্মদ, ১৫৭ জেএল
০৩ জগন্নাথপুর, ১৫৬ জেএল
০৪ বিরামচর, ১৫৫ জেএল
০৫ লেঞ্জাপাড়া ,১৫৯ জেএল
০৬ সুদিয়াখোলা, ১৫৮ জেএল
০৭ ছালেবাদ ১৫৪, জেএল
০৮ বাগুনী পাড়া, ১৫১ জেএল

৭নং নুরপুর ইউপি মৌজা সমুহ:
০৯ নছরতপুর ১৪৮ জেএল
১০ নুরপুর দক্ষিণ ১৪৭জেএল
১১ লাদিয়া ১৪৬ জেএল
১২ খাড়ামারা ১৩৮ জেএল
১৩ পুরাসন্ধা ১৪০ জেএল
১৪ সুরাবই ১৩৯ জেএল

৭নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মৌজা সমুহ:
১৫কাজিরগাঁও ১৪৫ জেএল
১৬ নিশাপট ১৪৪ জেএল
১৭ ঢাকির জাঙ্গাল ১৪৩ জেএল
১৮ ফরিদপুর ১৫৩ জেএল
১৯ আলাপুর ১২৬ জেএল
২০ হামুয়া ১২৮ জেএল
২১ লাদিয়ার চর ১৪২ জেএল
২২ জগতপুর ১২৯ জেএল
২৩ জয়নাবাদ (আংশিক) ১৪৯ জেএল
২৪ হামুয়ার চর (আংশিক) ১২৫ জেএল

১১নং ব্রাহ্মণ ডোরা ইউপিমৌজা সমুহ:
২৫ সেরপুর বাদে চক ৯১ জেএল
২৬ সেরপুর বাদে ১০৯ জেএল
২৭ আহমদপুর ৯৩ জেএল
২৮ মনছুরপুর ৯২ জেএল
২৯ আখড়া ৯৫ জেএল
৩০ সারেংগা ৯৪ জেএল
৩১ বিশাউড়া ৯৬ জেএল
৩২ নোয়াগাঁও ৯৮ জেএল
৩৩ কেশবপুর ৯৭ জেএল
৩৪ পুটিয়া ১০৮ জেএল
৩৫ ছিরামপুর ১০৭ জেএল
৩৬ ব্রাহ্মণ ডোরা ১০৬ জেএল
৩৭ উলুহর ১০৫ জেএল
৩৮ দুঃশাসন ১০০ জেএল
৩৯ মেড়াশানী ৯৯ জেএল
৪০ সচিউড়া ১০১ জেএল
৪১ পঞ্চাল ১০৪ শায়েস্তাগঞ্জ
৪২ শৈলজুড়া ১০৩ জেএল
৪৩ আলীপুর ১০২ জেএল
৪৪ গয়েবপুর ১৩৭ জেএল
৪৫ মুকিমনগর ৯০ জেএল

বাংলাদেশে শায়েস্তাগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৬′২৪″ উত্তর ৯১°২৬′৪৭″ পূর্বস্থানাঙ্ক: ২৪°১৬′২৪″ উত্তর ৯১°২৬′৪৭″ পূর্ব

প্রথম উপজেলা চেয়ারম্যান: ১৯ জুন, ২০১৯ তারিখে অনুষ্ঠিত পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল ১৬,৯৩৬ ভোট পেয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। ১১ জুলাই ২০১৯, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের মাধ্যমে উক্ত উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন।

শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান:

কলেজ: (১) শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, (২) জহুর চাঁন বিবি মহিলা কলেজ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category