1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শপিং ব্যাগে ১৪ হাজার ইয়াবা সহ আটক ২

  • Update Time : বুধবার, মার্চ ১০, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : কক্সবাজার জেলার রামু থানায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার ৯ মার্চ দিবাগত রাত তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের মোঃ শহিদ এবং চকরিয়া মগবাজারের মিনুয়ারা। দুজন কে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

আটক করার সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব – ১৫ সহকারী পরিচালক আব্দুল্লাহ মোঃ শেখ সাদী

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category