November 29, 2023, 1:03 pm
ল্যাবরেটরিতে অসাবধানতাবসত কোন দূর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার জন্য সার্বক্ষনিকভাবে ফাস্ট এইড বক্সে যেসব সামগ্রী মজুদ রাখা হয় তাদেরকে ল্যাবরেটরি কিট বলে।
যেমন:
অ্যান্টিসেপটিক ক্রীম।
গজ।
তুলার রোল।
তুলার স্পঞ্জ।
ব্যান্ডেজ কাপর।
করসেফট সেট।
ডেটল।
বার্নল ক্রীম।
স্পিরিড জাতীয় পদার্থ।
টিংচার আয়োজিন প্রভৃতি হলো ল্যাবরেটরি কীট।