June 8, 2023, 12:55 pm
শামীম আহমেদ চৌধুরী: লাখাইয়ে ফুটপাত দখলের অপরাধে অর্থদন্ড প্রদান। লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত ও ১,০০০ টাকা অর্থদন্ড প্রদান।
বৃহস্পতিবার (০৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা উপজেলার কালাউক বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় খাবার উন্মুক্ত রাখা এবং ফুটপাত দখলের অপরাধে অপরাধীকে ১,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানকালে, গত ০৫ মে ২০২১ খ্রিঃ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত অভিযোগের ভিত্তিতে কালাউক বাজারে খালের উপড়ে নির্মাণাধীন ০১ টি স্থাপনা তৈরীর কার্যক্রম স্থগিত করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া উপজেলার মশাদিয়া নামক স্থানে ভূমিহীন গৃহহীনদের জন্য ২য় পর্যায়ের নির্মাণাধীন ঘরের কার্যক্রম মনিটরিং করা হয়। অভিযানে সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের একদল পুলিশ বাহিনী।