November 29, 2023, 12:11 pm
রীট (Writ)
Writ শব্দটির অর্থ- আদেশ, বাংলাদেশ আইনে রীট এর বিধানটি এসেছে ব্রিটিশ আইন থেকে। বাংলাদেশে সংবিধানে ১০২ নং অনুচ্ছেদে রীট সম্পর্কে বলা হয়েছে। ১০২ অনুচ্ছেদ অনুসারে কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি অধিকার বা সঠিক বিচার থেকে বঞ্চিত হয়েছে ভেবে হাইকোর্ট বিভাগে যে দরখাস্ত করেন তাকে রিট আবেদন বলে।
উক্ত অনুচ্ছেদ অনুসারে,
১) কোন ব্যক্তির সংবিধানে তৃতীয় ভাগে বর্ণিত কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ঐ ব্যক্তি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করতে পারবে। এই মামলাগুলোকে রীট মামলা বলে।
২) মৌলিক অধিকার ছাড়াও নিম্নের বিষয়ে রীট করা যাবে।
ক) সরকারি কর্তৃপক্ষ আইন অনুমোদিত নয় এমন কাজ করে।
খ) সরকারি কর্তৃপক্ষ আইন নির্দেশিত কাজ না করে।
গ) আইন নির্দেশিত নয় এমন কাজ করে ফেললে উক্ত কাজ বাতিল ঘোষণা করতে পারবে।
ঘ) কাউকে আটক করলে আইন অনুযায়ী আটক করা হয়েছে কিনা জানতে পারবে।
ঙ) কোন ব্যক্তি সরকারি পদে বহাল আছে এমন দাবি করলে তা যাচাই করার জন্য।
নাগরিক অধিকার রক্ষায় বিচার বিভাগ ৫ ধরনের রীট প্রয়োগ করে-
১. হেবিয়াস কর্পাস (Habeas Corpus);
২. ম্যানডামাস (Mandamus);
৩. নিষেধাজ্ঞা (Prohibition);
৪. সার্শিওয়ারি (Certiorari) এবং
৫. কোয়াওয়ারেন্টো (Quowarranto)।