March 29, 2023, 3:50 pm
দীঘি হলেও এর নাম কিন্তু “রামসাগর”
মানুষের খনন করা বাংলাদেশের সবচেয়ে বড় দিঘী যা দিনাজপুর (Dinajpur) জেলার তেজপুর গ্রামে অবস্থিত। রামসাগর দীঘির আয়তন প্রায় ৪,৩৭,৪৯২ বর্গমিটার এবং গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। দীঘির পশ্চিম পাড়ে একটি ঘাট রয়েছে। দিনাজপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রামসাগর দীঘি অবস্থিত।
সর্বাধিক দৈর্ঘ্য: ১,০৩১ মিটার, সর্বাধিক প্রস্থ: ৩৬৪ মিটার।
পুরো দীঘিটি ফ্রেমে আনতে ছবিটি তোলা হয়েছে ৪০০মিটার উপর থেকে
লোককথা আছে ১৭৫০ খ্রিষ্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা।এসময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন।মাত্র ১৫ দিনে এর খনন কাজ সম্পন্ন হয়।কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে,তার একমাত্র ছেলে রামকে দীঘিতে বলি দিলে পানি উঠবে।
তাই স্বপ্নাদিষ্ট রাজা,দীঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন।তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোষাকাচ্ছাদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দীঘির দিকে।দীঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে।সঙ্গে সঙ্গে দীঘির নিচে থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগল।চোখের পলকে যুবরাজ রামনাথসহ পানিতে ভরে গেল বিশাল দীঘি।সেই থেকে এর নামকরন করা হয় “রামসাগর”