1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

রাজধানীর ভাটারায় অভিযানে জাল টাকা তৈরি চক্রের ২ সদস্য রিমান্ডে, ৩ জন কারাগারে

  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত গ্রেফতার আব্দুর রহিম শেখ ও তার স্ত্রী ফাতেমা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই ঘটনায় গ্রেফতার অপর তিন জন— হেলাল খান, আনোয়ার হোসেন ও ইসরাফিল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর  ইয়াসির আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার পাঁচ আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি আব্দুর রহিম ও ফাতেমা বেগমের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আ. রহিম শেখ ও হেলাল খান।  আর কারাগারে যাওয়া তিন আসামি হলেন- আ. রহিমের স্ত্রী ফাতেমা, ইসরাফিল ও আনোয়ার হোসেন ওরফে আনু হাওলাদার।

ডিবি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো করা হয়। বাড়িটিতে জাল টাকার কারখানা গড়ে তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও  জানান, চক্রের মূল হোতা রহিম। তিনি একসময় অন্যের হয়ে জাল টাকার ব্যবসা করতেন। পরবর্তীতে তিনি নিজেই বাসায় কারখানা তৈরি করেছেন। তার স্ত্রী ও দুজন সহযোগী রয়েছে। এছাড়াও জাল টাকা বাজারে ছাড়ার জন্যও তার একটটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category