June 8, 2023, 12:00 pm
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্রদের কাছে যেসব অস্ত্র সহায়তা চাওয়া হয়েছিল সেগুলো অবশেষে সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার তিনি বলেন, এসব অস্ত্র হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে।
মধ্যরাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেছেন রুশ কমান্ডারের বক্তব্যে দেখা গেছে মস্কো অন্য দেশেও আগ্রাসন চালাতে চায়। ওই রুশ কমান্ডার মল্ডোভার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ‘বিশেষ সামরিক অভিযান’ নামে চালানো এই আগ্রাসন শুরুর পরই পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্র সহযোগিতা চায় কিয়েভ।
ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা পাঠিয়েছে। সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক বৈঠকে হাজির হয়ে মিত্র দেশগুলোর কাছে আরও বেশি অস্ত্র সহায়তা চায় কিয়েভের প্রতিনিধিরা।
সূত্র: রয়টার্স