1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

যমজ কিন্তু জন্মের বছর আলাদা

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৪, ২০২২

এমনটা কি কখনো শুনেছেন যে, যমজ হয়েও জন্মের বছর আলাদা।  সম্প্রতি এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ১৫ মিনিট সময়ের ব্যবধানে তাদের জন্মের বছর হয়ে গেছে আলাদা। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক পিপল ম্যাগাজিনের বরাতে ভারতের এনডিটিভি এ খবর জানিয়েছে।

২০২১ সালের শেষ দিন অর্থাৎ গত ৩১ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে যমজ দুই ভাই-বোনের মধ্যে প্রথম জনের জন্ম। এর ১৫ মিনিট পর ২০২২ সালের শুরুর মুহূর্তে অর্থাৎ ১২টায় দ্বিতীয় শিশু পৃথিবীর মুখ দেখে। এতেই তাদের জন্মের বছর বদলে যায়।

যমজ ভাই-বোনের মধ্যে ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে আলফ্রেডো। আর তার বোনের নাম আইলিন। আইলিনের জন্ম ২০২২ সালে। এর ১৫ মিনিট আগে অর্থাৎ ২০২১ সালের শেষ মুহূর্তে জন্ম আলফ্রেডের।

নাটিভিডাড মেডিকেল সেন্টারে তাদের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ফেসবুকে দুই নবজাতকের ছবি পোস্ট করে তাদের আলাদা বছরে জন্ম হওয়ার কথা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নবজাতক এখন সুস্থ ও ভালো আছে। জন্মের সময় আইলিনের ওজন ছিল ২ দশমিক ৬৬ কিলোগ্রাম। আইলিনের যমজ ভাই আলফ্রেডোর ওজন ছিল ২ দশমিক ৭৫ কিলোগ্রাম।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category