February 9, 2023, 9:54 am
বাংলা যতি বা ছেদ চিহ্নকে বিরাম চিহ্নও বলা হয়। বাংলা সাহিত্যে যতি চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ব্যাকরণে মোট ১৬টি যতি চিহ্ন আছে।
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য- গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখাবার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়,তা-ই যতি বা ছেদ- চিহ্ন।
কমা , ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
সেমিকোলন ; ১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি (পূর্ণচ্ছেদ) । এক সেকেন্ড।
জিজ্ঞাসা চিহ্ন ? ঐ
বিস্ময় চিহ্ন ! ঐ
কোলন : ঐ
কোলন ড্যাস :- ঐ
ড্যাস – ঐ
হাইফেন – থামার প্রয়োজন নেই।
ইলেক বা লোপ চিহ্ন ’ থামার প্রয়োজন নেই।
উদ্ধরণ চিহ্ন “ ” ‘এক’ উচ্চারণ যে সময়।
ব্র্যাকেট (বন্ধনী চিহ্ন) () থামার প্রয়োজন নেই।
{} থামার প্রয়োজন নেই।
[ ] থামার প্রয়োজন নেই।
বাক্যের শেষ বুঝাতে দাঁড়ি চিহ্ন ব্যবহৃত হয়।
বাক্যের মধ্যে যেখানে অল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়।
ক. এক জাতীয় একাধিক পদ পরপর থাকলে শেষ পদটি ছাড়া অন্যান্য পদগুলোর পর কমা বসে।
খ. সম্বোধন পদের পরে কমা বসে।
গ. জটিল বাক্যে অর্থাৎ অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যংশের পরে কমা বসাতে হয়।
ঘ. উদ্ধরণ বা উদ্ধৃতিচিহ্নের পূর্ববর্তী পদের শেষে কমা বসে।
ঙ. তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে।
চ. ঠিকানা লিখতে বাড়ি ও রাস্তার নম্বরের পর কমা বসে।
ছ. নামের পর ডিগ্রিসূচক পরিচয় লিখতে কমা বসে।
বাক্যের কমার চেয়ে একটু বেশি বিরতির প্রয়োজন হলে দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসে।
ক. একাধিক বাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত না হলে সেমিকোলন বসে।
খ. যে জন্য, তবু, তথাপি, তারপর, সুতরাং ইত্যাদি যেসব অব্যয় অনুমান প্রকাশ করে তাদের আগে বা দুটি সন্নিহিত হলে সেমিকোলন বসে।
গ. যেসব বাক্যে ভাব সাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসে।
ঘ. ছোট ছোট বিতর্কিত অংশ নির্দেশ করার জন্য সেমিকোলন বসে।
ঙ. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন বসে।