November 29, 2023, 11:14 am
আব্দুল আহাদ মাসুক : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ১ হাজার ৭টি ইউপিতে ভোট হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত ইউপি নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলার ৯নং নিজামপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মো: সফিক মিয়ার সমর্থনে ৫নং ওয়ার্ডের যুবক সমাজ এতবারপু্র দোকান সংলগ্ন এলাকায় এক বিশাল নির্বাচনী পরিচিতি ও পরামর্শ সভার আয়োজন করে।
উক্ত জনসভায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশিষ্ট মুরুব্বিয়ান,ছাত্র ও যুবকসহ হাজারও জনতার ঢল নামে। আলোচনা পর্যালোচনা করে দলমত নির্বিশেষে সবাই বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান সহ একবাক্যে সমর্থন প্রদান করেন।
নির্বাচনী জনসভাকে সফল ও সার্থক করার জন্য মেম্বার পদপ্রার্থী সফিক মিয়া সবাইকে উষ্ণ অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।