November 30, 2023, 3:19 am
৪ঠা নভেম্বর বুধবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মুন জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদানরত ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উক্ত ব্যক্তির সকল কাগজাদি পর্যবেক্ষণে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।
উল্লিখিত অপরাধের দরুন উক্ত ভুয়া ডাক্তারকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন আরএমও, ডাঃ মোমিন উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর হাসপাতাল।