1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

‘মা তুমি’

  • Update Time : শুক্রবার, মার্চ ৩, ২০২৩

‘মা তুমি’
যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস

মা,
তুমি ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী নারী
তুমি ছায়াময়ী এক মহামানবী।

তুমি চারিদিকে ছেড়ে সকল আলোকের মায়া,
ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া।

তুমি আজও মোহ মায়া ও বস্ত্র অলংকারে
বিপুল সম্ভাবনার পৃথিবী ছেড়ে,
বাঁধা পড়ে গেছে সোনালী দিনের
প্রানীদের মতো দক্ষ নিজের পায়ে।

তুমি চিরতরঙ্গিত জীর্ন কন্ঠের একখানা তরী,
বিরহ মিলনে কত হাসো অশ্রুময়, করে সওয়ারী।

মাগো,
আমার ভ্রুকুটমিশ্রিত চোখে,
তোমায় যে পৌছায় কত দুঃখে।

তুমি মধুবর্ষী তোমার সেই মুখখানা দিয়া,
দুঃখে-শোকে তুমি শ্রুনীরে তিতিয়া।

ক্ষুৎপিপাসার আলয়ে তুমি, দিয়েছ আমায় অন্ন
তোমার কোলোতে জন্ম লইয়া, হয়েছি আমি ধন্য।

তুমি ব্যগ্র বাহু মেলিয়া, ছুটিয়াছো সারাবেলা,
অভাগা যুধিষ্ঠির আমি, করেছি অবহেলা।

মাগো,
তুমি মহাজাগরন, তুমি মসীময়
মাগো তুমিই স্রষ্টা,তুমিই প্রলয়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category