June 8, 2023, 12:36 pm
আব্দুল আহাদ মাসুক : মুহাম্মদ তাকী হাসান, বয়স মাত্র ৬ বছর ৮ মাস। সে রাজধানী ঢাকার বনশ্রী আল ইকরাম দারুল কোরআন মাদরাসা থেকে মাত্র ১৫ মাসে আল-কোরআনুল কারীম হিফজ (মুখস্থ) সম্পন্ন করে হবিগঞ্জ জেলার সন্তান হাফেজ মুহাম্মদ ত্বাকী হাসান। তার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামে।
মুফতি শাইখুল ইসলাম (শায়েস্তাগঞ্জী নামেও পরিচিত) সাহেবের দুই ছেলের মধ্যে তাকী বড়। তাকেযেন হাক্কানী আলেম হিসাবে আল্লাহ কবুল করেন, তার বাবা দেশবাসীর কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন।