March 23, 2023, 5:56 pm
মো: রফিকুল ইসলাম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এবার মানুষের একটি দেহহীন মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদনগর বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) ও বন্দেগী সৈয়দ মহিব উল্লা (রহঃ) মাজারের গজার মাছের পুকুরে পুরুষের দেহবিহীন একটি খণ্ডিত মাথা পানিতে ভেসে ওঠে।
পুলিশ এই খন্ডিত মাথা উদ্ধার করে। এলাকাবাসী সূত্রে জানা যায় রবিবার সকালে স্থানীয়রা পুকুরে কাটা মাথা ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ এসে কাটা মাথা উদ্ধার করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান. খন্ডিত মাতার সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মাছিলিয়া এলাকা থেকে উদ্ধার হওয়া মাথা বিহীন দেহের খণ্ডিত মাথাটি পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মারফত উল্লার ছেলে কদর আলীর বলে শনাক্ত করেছেন নিহতের পরিবার এবং সদর থানা পুলিশ।
এর আগে গতকাল ২(জুলাই) হবিগঞ্জ শহরে মাছুলিয়া খোয়াই নদীর বাঁধ থেকে কদর আলী নামে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শনিবার (২ জুলাই) সকাল ৭ টার দিকে এক পুরুষের মাথাবিহীন লাশ নদীর বাদে দেখতে পায় স্থানীয়রা।