1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

মাকে কোপানোর পর আগুনে পুড়ে মরলেন ছেলে

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১২, ২০২১

জেলা প্রতিনিধি : ফেনীর ধলিয়া ইউনিয়নে মাকে কোপানোর মাত্র সাতদিনের মাথায় ঘরেই আগুনে পুড়ে মারা গেছে মুহাম্মাদ সোহাগ নামে এক যুবক।

সোমবার (১১ জানুয়ারি ২০২০ ইং) রাত ২টায় ফেনীর ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয়রা সোহাগের লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এলাকার বাসিন্দারা জানান, ৭ দিন আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করে। এবং তার মায়ের সাথে অস্বাভাবিক আচরণ শুরু করে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করেছিল। সোমবার মধ্যরাতে সোহাগের বাসায় আগুন লাগে। সে আগুনেই সে পুড়ে ছাই হয়ে গেছে।

গুগল থেকে সংগ্রহীত

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category