March 22, 2023, 9:08 pm
আমরাও তো মানুষ-বাঙালি-মুসলমান
কোনদিন পারিনি লক্ষ জনতার সামনে
না হোক অন্তত একজনের সামনে এভাবে
হৃদয় গহীন থেকে উচ্চারণ করতে
‘আমি মানুষ-আমি বাঙালি-আমি মুসলমান!’
তোমার চেয়ে সুদর্শন দেখিনা বলিউড
হলিউড-মঞ্চ কিংবা রুপালি পর্দার মাঝে!
তোমার মত বজ্রকন্ঠ উচ্চারিত হয়নি
ইতিহাসে; যা আজও প্রতিটি হৃদয়ে বাজে।
‘পা-র-বা-না! আর দাবায়ে রাখতে পারবানা!’
তোমার মত দেশপ্রেম এত সংগ্রাম ত্যাগ
মানুষের প্রতি সরল বিশ্বাস ভালোবাসা
এমন বিসর্জন নেই সভ্যতার কোন পৃষ্ঠায়
শিশু রাসেল সহ রক্ত ইতিহাসের কালো দাগ!
তোমার চেয়ে বড় স্বপ্ন কে দেখাইছে কবে?
একটি নিপীড়িত জাতির মনে বুনে ছিলে
স্বাধীনতার বীজ; দিলে গৌরব উপহার
লাল সবুজ পতাকা; স্বাধীন বাংলাদেশ!
তুমি বেঁচে থাকলে
ফিলিস্তিন কবেই পেত স্বাধীনতা!
স্বাধীনতা পেত পৃথিবীর সব নিপীড়িত জনতা।
তুমি স্পন্দন মুক্তিকামীর
তুমিই প্রেরণা স্বাধীনতার সংগ্রামের!
মহাকালের মহানায়ক তুমি
মহাকাব্যের অধিক
প্রিয় মুজিব ভাই; স্বাধীনতার স্থপতি
জাতির পিতা – বঙ্গবন্ধু শেখ মুজিব!
লেখক : জাকারিয়া স্বাধীন
গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, হবিগঞ্জ।