November 29, 2023, 10:54 am
স্টাফ রিপোর্টার : বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্টাক্ট ফার্মিংয়ের অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান,
আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি করোনাভাইরাস এর ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসবে ।
তিনি আরে বলেন, ভারত উপহার হিসেবে ২০ লক্ষ করোনার ডোজ টিকা বাংলাদেশে দিবে। বেসরকারি প্রতিষ্ঠান Beximco এর চুক্তি অনুযায়ী প্রথম চালান হিসেবে ১৫ লক্ষ করোনার টিকা আসবে৷
আজ বৃহস্পতিবার সব মিলিয়ে ৩৫ লক্ষ করোনার ডোজ টিকা আসবে।
আসার পরই দেশে ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আরে বলেন, রাশিয়া চীন সহ আরো বেশ কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে বিশ্বে এখন পর্যন্ত ৭ কোটি ৬৩ লাখ ৬ হাজার ৪৯৮ জন৷
এবং বিশ্বে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ৮৩৪ জনের৷ এবং সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশে প্রথম করোনার রোগী শনাক্ত হয় ৮ মার্চ ২০২০ ইং
এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ ২০২০ তারিখে।
দীর্ঘ নয় মাস পর, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ লক্ষ ৭১৩ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১১৫৩ জন। এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের।