November 29, 2023, 12:16 pm
ময়েজউদ্দীন মুহম্মদ ঘুরী
ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহম্মদ ঘুরী। সুলতান মাহমুদের মৃত্যুর দেড়শত বছর পর মুহম্মদ ঘুরী ভারতবর্ষ আক্রমণ করেন। মুহম্মদ ঘুরী ছিলেন গজনীর সুলতান শিহাবুদ্দীন ঘুরীর ভ্রাতা। তিনি বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সমগ্র পাঞ্জাব দখল করেন। এরপর ভারতবর্ষে হিন্দু রাজ্যগুলো জয়ের মানসে আজমীর ও দিল্লীর চৌহান রাজা পৃথ্বিরাজের সাথে তরাইনের প্রথম যুদ্ধ লিপ্ত হন ১১৯১ সালে। এ যুদ্ধে মুহম্মদ ঘুরী পরাজিত হয়। অধিক শক্তি সঞ্চয় করে মুহম্মদ ১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজের মুখোমুখি হন। পৃথ্বিরাজ দেশীয় শতাধিক রাজার সহযোগিতা নিয়েও মুহম্মদ ঘুরীর নিকট পরাজিত হলে আজমীর ও দিল্লী মুসলমানদের দখলে আসে। তিনি মিরাট, আগ্রা প্রভৃতি জয় করে শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং শাসনভার কুতুবুদ্দীন আইবেকের উপর ন্যস্ত করেন। এরপর কুতুবুদ্দীন আইবেক বারনসী, গোয়ালিয়র, কালিঞ্জর, বুন্দেলখন্ড প্রভৃতি জয় করে ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেন।
তথ্য কণিকা:
♦ দাহির ছিলেন- সিন্ধু ও মুলতানের রাজা।
♦ যে মুসলিম সেনাপতি স্পেন জয় করেন- তারিক।
♦ আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন- দাহির।
♦ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন- মুহাম্মদ-বিন-কাসিম।
♦সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন- আল বেরুনী।
♦ প্রাচ্যের হোমার বলা হয়- মহাকবি ফেরদৌসীকে।
♦ ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন- মুহাম্মদ ঘুরী।
♦ প্রথম তরাইনের যুদ্ধ সংঘটিত হ-য় ১১৯১ সালে, এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বীরাজের কাছে পরাজিত হন।
♦ বাংলার মুসলমান রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে- সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে।