January 20, 2021, 10:59 pm
মানব সম্পদ বিভাগ।
পাওলো ফুটওয়্যার বিডি লিমিটেড।
কর্ণফুলী ইপিজেড, পতেঙ্গা, চট্রগ্রাম।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: মাসিক বেতন বৃদ্ধির জন্য আবেদন
জনাব,
আমি আপনার কোম্পানিতে ১৫ বছর ধরে হিসাব রক্ষক হিসাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে, আমি আমার বেতন হিসাবে প্রতি মাসে ৩৫,৫০০ টাকা পাচ্ছি। তবে এই বেতন দিয়ে আমার বাড়ির ব্যয় পরিচালনা করতে খুব অসুবিধা হচ্ছে। আমি ভাড়া বাসায় থাকছি, বাড়িওয়ালা তার সম্পত্তির মাসিক ভাড়াও বাড়িয়েছে। আমার বাচ্চারাও মেডিকেলে ওবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের পড়াশোনা ব্যয় করতে আমিও সমস্যায় পড়ছি।
জ্বালানি ও প্রতিদিনের ব্যবহার্য পণ্যের দামও বাড়ছে। ইউটিলিটি বিলগুলি প্রদানের বিষয়টি অন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছে। সুতরাং এইরকম পরিস্থিতিতে আমার পক্ষে আমার গৃহস্থালীর কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। সেজন্য আপনার সম্মানের জন্য আমি অনুরোধ করছি যে আমার মাসিক বেতন যথাসম্ভব বাড়ানো উচিত। অন্যথায়, আমার পক্ষে এই বেতনে বেঁচে থাকা খুব কঠিন হবে।
আপনার বিশ্বস্ত
হিসাব রক্ষক
মজনু আলম