November 30, 2023, 4:31 am
প্রায় কাবিনে ‘এক লক্ষ ২ টাকা, দুই লক্ষ ১ টাকা’ লেখা হয়। এই খুচরা ১/২/৩ টাকাগুলি কেন লেখা হয়?
কাবিনে যে টাকা লেখা হয় তা মূলত আমাদের সমাজে দেখানোর জন্যই লেখা হয়, কারন কাবিনের এক টাকা পরিশোধ বাকি থাকতে আপনার স্ত্রী আপনার জন্য বৈধ নয়! এ সহজ মাসআয়ালা তো আমরা সবাই জানি, তারপরও আমরা পাঁচ লাখ টাকা দেনমোহর বাঁধি! ওহ, পাচঁ লক্ষ একহাজার একশত এক টাকা; এরকম আজগুবি হিসাববরর দুইটা কারন হতে পারে:
পরিশেষে, ভাই বিয়ে করেও কেউ অবৈধ স্ত্রী নিয়ে সংসার করিয়েন না (ধর্মীয় ও আইনগত দিক থেকে স্ত্রী মুখে মাফ করলে সেটি মাফ বলে গন্য হবে না) তাই যেটি পরিশোধ সম্ভব সেইপরিমাণ দেনমোহর নির্ধারন করুন, সবচেয়ে বেটার হল যে কয়টাকার দেনমোহর দিবেন সেই টাকা আর হবু স্ত্রীকে নিয়ে আপনার বোন/ভাবীকে দিয়ে বাজারে পাঠান, তারা পছন্দ করে যে টাকার স্বর্নালংকার অর্ডার করেন সেই টাকা বাদে বাকীটা হবু শ্বশুরের হাতে বিবাহের মসলিসে জমা দিয়ে বিয়ে করা।
আর এই যে ভাংতি হিসাব এটি ফাজলামো ছাড়া অন্য কিছুই নয়। এ ধরনের ইয়ার্কির কোনো দরকার আছে কী?