March 27, 2023, 5:03 pm
বিয়ের সময় মেয়েরা ঢং করে দেরি করে কবুল বলার কি আছে, কিন্তু দেরি করেন কেন?
ওটা পরম্পরায় আনুষ্ঠানিকতা মাত্র। মেয়ের নানীও দেরীতে কবুল বলেছিল, মেয়ের মাও দেরীতে কবুল বলেছিল, মেয়ের মেয়েও দেরীতেই বলবে।
কারণ একটাই, সাথে সাথে কবুল বললে এই আপনিই আবার কানাঘুষা শুরু করবেন।
কী বেহায়া মেয়েরে, বেলজ্জার মত মুখের ওপরেই কবুল বলে দিল, বিয়ের তর আর সইছে না মনেহয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবার পর শুশুর বাড়ির যাবার সময় মায়া কান্না কাদে একথা বাদ দিলেন কেন???
আসলেই ওটা মায়াকান্নাই মনে হয়ে। এক্ষেত্রেও মেয়ের নানী, মেয়ের মা এই কান্নার আনুষ্ঠানিকতা চালু রেখেছে বলে সেই আনুষ্ঠানিকতা তাদের মেয়েরও পালন করতে হয়। হবেই বা না কেন??
পিছু লোকে কিছু বলে একটা কথা আছে না!! যদি হেসে বাপের বাড়ি থেকে বিদায় নেয়, কেউ বলবে মেয়ের হায়া-লজ্জা কিছু নাই, স্বামীর বাড়ি যাবার জন্য কি তাড়াহুড়া শুরু করেছে রে।
মেয়ের ভেতর গোলমাল আছে মনেহয়। আবার যদি না কেদে মুখ বন্ধ রাখে, পিছু লোকে বলবে, কি পাষন্ডরে, চলে যাচ্ছে, এক ফোটা জল ও পড়ল না চোখ দিয়ে।
এই , মেয়েরে এতদিন পেলেপুষে বড় করে কি লাভ হল। আবার যদি কাদে, কেউ বলবে মায়াকান্না শুরু করেছে, কি গদ গদ ভাব, কি ঢং শুরু করল যাবার সময়। কান্না আর দেরীতে কবুল বলা আনুষ্ঠানিকতা ভাই।