1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বিদ্যুৎ সংযোগের পূবের্ই খুঁটিগুলো উপড়ে পড়ে

  • Update Time : সোমবার, জুন ১, ২০২০

হবিগঞ্জ জেলার, চুনারুঘাট উপজেলার, ৪ নং পাইকপাড়া ইউনিয়নে বিদ্যুৎ লাইনের অনেক খুঁটি যাতায়াতের রাস্তায় ও ফসলি জমিতে  উপড়ে পড়ে রয়েছে। কয়েকদিন আগে ঝড়ো বাতাসে সেই খুঁটি ও খুঁটির তার গুলো ছিঁড়ে পড়ে রাস্তায় ও ফসলি জমিতে। বিদ্যুৎ সংযোগের পূবের্ই খুঁটিগুলো উপড়ে পড়ায় এলাকাবাসী চরম আতংক ও তাদের মনে ভীতি সৃষ্টি হয়েছে। মানুষের মনে ভীতি সৃষ্টি কারণ ঝুঁকিপূর্ণ দুর্বল বিদ্যুৎ খুঁটি স্থাপন! বিদ্যুৎ সংযোগ পরে হয়তো বিপদ আরও ঘটতে পারে এমনটাই ধারণা করছে সাধারণ জনগন!

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category