March 31, 2023, 10:24 am
হবিগঞ্জ জেলার, চুনারুঘাট উপজেলার, ৪ নং পাইকপাড়া ইউনিয়নে বিদ্যুৎ লাইনের অনেক খুঁটি যাতায়াতের রাস্তায় ও ফসলি জমিতে উপড়ে পড়ে রয়েছে। কয়েকদিন আগে ঝড়ো বাতাসে সেই খুঁটি ও খুঁটির তার গুলো ছিঁড়ে পড়ে রাস্তায় ও ফসলি জমিতে। বিদ্যুৎ সংযোগের পূবের্ই খুঁটিগুলো উপড়ে পড়ায় এলাকাবাসী চরম আতংক ও তাদের মনে ভীতি সৃষ্টি হয়েছে। মানুষের মনে ভীতি সৃষ্টি কারণ ঝুঁকিপূর্ণ দুর্বল বিদ্যুৎ খুঁটি স্থাপন! বিদ্যুৎ সংযোগ পরে হয়তো বিপদ আরও ঘটতে পারে এমনটাই ধারণা করছে সাধারণ জনগন!