1. mdmasuk350@gmail.com : Abdul Ahad Masuk : Abdul Ahad Masuk
  2. jobedaenterprise@yahoo.com : ABU NASER : ABU NASER
  3. suyeb.mlc@gmail.com : Hafijur Rahman Suyeb : Hafijur Rahman Suyeb
  4. lilysultana26@gmail.com : Lily Sultana : Lily Sultana
  5. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  6. admin@samagrabangla.com : main-admin :
  7. mamun@samagrabangla.com : Mahmudur Rahman : Mahmudur Rahman
  8. amshipon71@gmail.com : MUHIN SHIPON : MUHIN SHIPON
  9. yousuf.today@gmail.com : Muhammad Yousuf : Muhammad Yousuf
বিগ্রহের উপর পা রেখে সামাজিক যােগাযােগ মাধ্যমে ছাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত - Samagra Bangla
Title :
পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগায় আহত ২৩ ২ লাখ টাকা বেতনে বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি দুবাইতে স্ত্রী ও ১৭ বছরের সন্তান আছে সালমানের! যা বললেন ‘বলি ভাইজান ’ স্বপ্নের ঠিকানায় স্বাচ্ছন্দ্যেই আছেন শায়েস্তাগঞ্জের উপকারভোগীরা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস! বানিয়াচংয়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ। শায়েস্তাগঞ্জে ব্যস্ততায় সময় পার হলেও ক্রেতা নেই কামারশালায় লাখাইয়ের ফরাস উদ্দিন দেশসেরা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত। কুরবানির হাট বন্ধ রাখার প্রস্তাব ও ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করা আজ বাজারে আসছে ২ ও ৫ টাকার নতুন নোট

বিগ্রহের উপর পা রেখে সামাজিক যােগাযােগ মাধ্যমে ছাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত

  • Update Time : শুক্রবার, জুন ২৫, ২০২১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের মন্দিরে ঢুকে সনাতন ধর্মালম্বীদের বিগ্রহের উপর পা রেখে তা সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে ছাড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযােগে ছাতকের এক কিশােরকে। গ্রেফতার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লােকনাথ। মন্দিরের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে ওই কিশাের। এরপর নিজের ফেসবুকে বিগ্রহের উপর পা রাখার | একাধিক ছবি ফেসবুকে পােস্ট করেছে। 

অভিযুক্ত কিশােরের নাম মাে. ফাহিম আহমেদ। সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মাে. রিপন মিয়ার ছেলে। ফাহিমের ফেসবুক পােস্টের স্ক্রিনশটটি আজ শুক্রবার ভাইরাল হয়েছে। এতে সুনামগঞ্জসহ সারা দেশে বেশ আলােচনা-সমালােচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মােটরসাইকেল যােগে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লােকনাথ মন্দিরে যায় ছাতকের সিংচাপইড় গ্রামের ফাহিমসহ তিন। কিশাের। তারা মন্দিরের ভেতরে ১৫/৩০ মিনিট সময় অবস্থান করে। মন্দিরের পুরােহিত অদ্বৈত চক্রবর্তী তাদের বাড়ি কোথায় জানতে চাইলে তাদের বাড়ি ছাতক বলে জানায়।

এসময় ফাহিম মন্দিরের ভেতরে শ্রীনৃসিংহ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের উপর পা রেখে ছবি তােলে। কিন্তু মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট থাকায় ও পুরােহিত বা অন্য কারাে নজরে পড়েনি বিষয়টি। এরপর ফাহিম আহমেদ বিগ্রহের উপর পা রাখার ছবি নিজের ফেসবুকে পােস্ট করে। ফাহিমের ফেসবুক পােস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল। হয়ে পড়লে পােস্টটি ডিলিট করে ফেলে সে।

খবর পেয়ে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লােকনাথ মন্দিরের ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। মােবাইল ফোনে খোঁজ-খবর নেন উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার উজ জামান।

ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লােকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি নান্টু দাস বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে তিন যুবক মােটরসাইকেলযােগে মন্দির দেখতে এসেছিল। মন্দিরের পুরােহিতকে তারা জানিয়েছে তাদের বাড়ি ছাতকে।

তারা মন্দিরে ১৫/২০ মিনিট সময় ছিল। এসময় তারা ছবি তােলেছে কিনা | কেউ দেখতে পায়নি। আজ শুক্রবার সকালে হটাৎ করে আমার বােন ফেসবুকে আমাদের মন্দিরের বিগ্রহের উপরে পা রাখার ছবি প্রচার হওয়ার বিষয়টি দেখতে পায়। এরপর আমরাও দেখতে পাই।

কেউ মন্দির পরিদর্শন করতে এসে এভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এটা আমরা কল্পনাও করিনি। খবর পেয়ে থানার ওসিসহ অন্যান্য লােকজন এসেছেন। পুলিশ বলেছে ফেসবুকে ছবি পােস্ট করা ছেলেটাকে নাকি আটক করা চেষ্টা করছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মন্দির পরিচালনা কমিটি ও মন্দিরের পুরােহিতের সাথে কথা বলেছি। ইতিমধ্যেই বিগ্রহের উপর পা রাখার ছবি ফেসবুকে পােস্টকারীকে সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার উজ জামান বলেন, ‘পাগলার ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রী শ্রী লােকনাথ মন্দিরের শ্রী নৃসিংহদেবের বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের কালীয়দমন বিগ্রহের উপর পা রেখে ছবি উঠিয়ে তা সামাজিক যােগাযােগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে করায় দায়ী ব্যক্তিকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহােদয়ের নির্দেশে ও সুযােগ্য জেলা প্রশাসক স্যারের সার্বিক তদারকিতে ও ছাতক-জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ পুলিশের সমন্বিত উদ্যোগে গ্রেফতার করা হয়েছে।

আমরা আশ্বস্ত করতে চাই যে, সরকার কোন ধরণের সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশে | কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা যেকোন মূল্যে প্রতিহত করা হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category