আজ সকাল সাড়ে ১১ টায় বাহুবল উপজেলার ভুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুন্না চক্রবর্তী স্কুলে যাওয়ার পথে ২ মটরসাইকেল আরোহী রাস্থায় রিক্সা আটকিয়ে, চাকু ধরে গলা থেকে স্বর্ণালন্কার চিনতাই করে নিয়ে যায়। এ সময় রিক্সা চালক আব্দুল হামিদ (৫০) আহত হন। অবুজ শিশুও তাদের হাত থেকে রেহাই পায়নি। অবুজ শিশুর গলায় চাকু ধরে তার মায়ের কাছ থেকে স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে মটর সাইকেল নিয়ে আব্দুল্রাহপুর গ্রামের ভিতর দিয়ে শায়েস্তাগঞ্জ রোড দিয়ে পালিয়ে যায়। আহত শিক্ষিকাকে বাহুবল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।