June 8, 2023, 1:26 am
সাব্বির হোসেন: বাহুবলে বন্যার পানি দিন দিন বেড়েই যাচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার। স্নানঘাট ইউনিয়নের অবস্থা সবচেয়ে বেশি খারাপ,বাড়িঘর রেখে চলে যাচ্ছেন অনেক পরিবার।
এমন খারাপ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের মামা শাহ-আলম চৌধুরী।
তিনি বন্যার্তদের জন্য এক গাড়ি শুকনো খাবার পাঠান,ও বিতরণ করার জন্য দায়িত্ব দেন ১নং স্নানঘাট ইউনিয়ন চেয়ারম্যানকে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিম, ভোরের আলো পত্রিকার বাহুবলের প্রতিনীতি অাজিজুল হক সানু সহ অনেকেই।