March 29, 2023, 3:48 pm
সাব্বির হোসেন, বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অবৈধ মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউন আহমদ (৮) নামের এক পথচারী শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একটি এক্সভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার হরিপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সামিউন উপজেলার হরিপাশা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের হরিপাশা গ্রামের জিলন মিয়া নিজের মালিকানা জায়গা থেকে এক্সভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টর বোঝাই করে নিজেরই একটি নতুন ঘরের বিট ভরাটের কাজ করছিলেন। এসময় প্রতিবেশী আহাদ মিয়ার শিশুপুত্র সামিউন আহমেদ রাস্তা দিয়ে যাওয়ার পথে মাটি বোঝাই ট্রাক্টর সামিউনের উপর দিয়ে চলে যায়, এসময় ট্রাক্টরের টলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউনের মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।