June 8, 2023, 1:26 am
জাহাঙ্গীর মিয়া, বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন এর দ্বিগাম্বর বাজারে এক অজ্ঞাত ব্যাক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনগণ।
জানা যায়, ৪ ডিসেম্বর সন্ধা ৬ টার দিকে বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে টাকা-সিলেট মহারোড এ চলাচলকারী একটি বাস থেকে অজ্ঞাত ব্যাক্তিকে নামিয়ে দিয়ে যায়। অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয় মানুষরা তাকে দেখতে পেলে তাকে উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পড়েছে সে।
অচতেন হয়ে পড়লে তার সবকিছু লুট করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলেই বাকি সব জানা যাবে।