November 29, 2023, 11:17 am
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা এলাকায় ঢাকা থেকে আসা যমুনা লাইন নামক বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে নিহত হন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়জীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মানুষ ধারণা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে অটোরিকশাটি ৫ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলো। এ সময় ঘুটাবাছা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫২১) বাসটি তাদের চাপা দেয়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।