1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছেলের রক্তদান

  • Update Time : বুধবার, জানুয়ারি ২৭, ২০২১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিনগর উপজেলার দৌলতপুর গ্রামের মরহুম আনিছ মিয়ার ১৮ তম মৃত্যু বার্ষিকীতে রক্তদার করেছেন তার ছেলে এইচ এম শাহিন আলম। জেলার আলোচিত সামাজিক সংগঠন ব্লাড সোসাইটি বাংলাদেশ এর দায়িত্বশীল প্রতিষ্টাতা ও পরিচালক মরহুম আনিছ মিয়ার ছেলে হাফেজ শাহিন আলম। মোঃ আনিছ মিয়া ২০০৩ সালের ২৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন। প্রতি বছর তার মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হলেও এবছর তার ছেলে হাফেজ শাহিন আলম বাবার মৃত্যু বার্ষিকীতে নিয়েছে এক  ব্যতিক্রমী উদ্যোগ। সে তার বাবার মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের পাশাপাশি ৩য় বারের মত রক্তদান করেছে  রক্তশূণ্যতায় ভোগা এক হিন্দু বোনকে। মোঃ আনিছ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ব্লাড সোসাইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আয়োজিত মিলাদ ও দোয়া মহফিলে সংগঠনের প্রতিষ্টাতা ও পরিচালক মরহুমের ছেলে এইচ এম শাহিন আলম বলেন, তিনি একজন সেচ্ছাসেবী হিসেবেএখন পর্যন্ত  প্রায় ৩০০ জনেরও বেশি মুমূর্ষু রোগীর বিনামুল্যে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন।  তার মরহুম আব্বাজানকে যেন  আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরদাউস দান করেন, এজন্য তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category