April 1, 2023, 4:18 am
চট্টগ্রাম প্রতিনিধি : বান্দরবানে বিজিবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
গতকাল রবিবার ৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে আমতলী রেজু সিমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই মরদেহ থেকে এক লাখ ইয়াবা ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন জানান, মারাত্মক আহত অবস্থায় দুই রোহিঙ্গাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।