March 22, 2023, 6:08 pm
চট্টগ্রাম প্রতিনিধি : ৬ ফেব্রুয়ারী ২০২১ সকাল সাড়ে ৯ টার দিকে বান্দরবানের থানচিতে থানচি লিক্রে ২৯ কিলোমিটার এলাকায় ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক মোঃ শরিফ উদ্দিন (৩৫) নিহত হয়েছেন।
এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।
নিহত শরিফ উদ্দিন বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকার মোঃ গণি মিয়ার ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান,
থানচি লিক্র সড়কের ২৯ কিলোমিটার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে দুইজন গুরুতর আহত হয়৷
তাদের দুইজন কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করেন।